(১)
কাজের ফাঁকে একটু যাকে পাওয়ার আশায়,
বলছি তাকে
স্বাক্ষী রেখে– সাগর, নদী প্রেমের বাটে
'এমনই যদি যাওয়া-আসায় সময় কাটে',
সত্যি করে বলছি তবে বলেই দেবো,
তোমার মা'কে!


(২)
চিনতে হলে চোখ দুটোকে চুবিয়ে মারি প্রেমের চায়ে?
চিনতে হলে– চোখেই চোখ রাখতে পারি, স্নেহের ছায়ে।


(৩)
তোমার বুকে দুখ্ রেখেছি, রেখেছি নিজের মাথা,
সেই সুখেতেই– জড়িয়ে আসে দু'চোখেরই পাতা।