(১)
তুমি চাও না বাগান ভরুক রজনীগন্ধা ফুলেতে!
তুমি চাও না, সে ফুল গুজুক তোমার খোপার চুলেতে।
চাইলে, জানি গাছ লাগাতে!
যত্ন করে একলা হাতে–
কুপিয়ে মাটি বুকের ভেতর জলটি দিতে মূলেতে।


(২)
মূলে সব আগাছা। ফুল নেই গাছেতে।
নিদারুণ শূন্যতা–। তুমি নেই কাছেতে।
থাকা যেন বেমানান। থেকেই বা লাভ কি?
ভালোবেসে মরাটা হবে কোনো পাপ কি?


বিষেতে বিষ থাকে। পান করে ক'জনা!
থাক্ আর নাই থাক্! পানে কোনো গুনবো না!


(৩)
মন ভোলানো নানান কথায়
প্রেম কি আর হয় রে!
মিলে না তাই, আনতে হবে–
'ভালোবাসায়' জয় রে...।