(১)
বলছি সবই তা...
কিছু কালি ঝরতেই, অঙ্কুরিত হলো– 'কবিতা'।


তা দেখে তার গোড়ায় মাটি দিলাম। জল দিলাম।
তাকে তিলে তিলে আরো আপন করে নিলাম।
নুতন পাতা এলো তার।
কবিতা ধীরে ধীরে বড় হতে লাগলো।
আমার পাথরহৃদয়কে কবিতা ভালোবাসতে শেখালো।
আমি তার হাসিতে হাসলাম। দুঃখে কাঁদলাম।
অবশেষে, জানলাম....
বড় হওয়া, যত্নে বাড়া কবিতাটি আমার নয়।
সে অন্য এক কবির কলমে– জন্ম নেওয়া
                       সে শুধু এক বীজের পরিচয়...


(২)
বিষের চাইতে দিস বড়– যে বিষ তুই
তা কিছুটা সময় বাদ যায়, যখন আমি ঘুমাই....