(১)
হাতে রেখে হাত, আরো সাথ সাথ
দূরে ঠেলে দিয়ে সব প্রতিঘাত
কাছেতে আর আসে না ও যে!


সেই চেনা মুখ, সেই চেনা সুখ–
ভালোবেসে বুকে জড়ানো বুক,
আজো খোঁজে, আজো খোঁজে।


(২)
বিরহ আর মৃত্যু, জানি মানুষকে করে দেয় গত
তবুও বারবার কেন তোমায় ফেরবার দিচ্ছি ডাক!
তোমার চলে যাওয়া– আজও এ হৃদয়ে অক্ষত;
বুকের ভেতরে– আজও লেগে আছে খুনের দাগ।


(৩)
আমরা কি আর জানি!
কে বা কাকে করেছি খুন,
সেজেছি প্রথমে খুনি!


জানি না আমি অত।
শুধু জানি– বেঁচে থাকা তার
গভীরে যার ক্ষত।