(১)
ভালোবাসি মানে সে তো পূর্নিমার চাঁদ
ভালোবাসি মানে সে তো ঘুমহীনা রাত।
ভালোবাসি মানে সে তো বেমানান ঝড়
ভালোবাসি মানে সে তো প্রেমিকার চড়।


ভালোবাসি মানে সে তো– ব্যথা মোটামুটি,
ভালোবাসি– তাই তোমায় দিলাম আজ ছুটি।


(২)
ছেড়ে দিলে, আমার আমি আরো
তোমাতে হচ্ছে মাখামাখি।
বেঁধে রাখা যায় না সব জানি–,
তবুও, তোমায় বেঁধে রাখি।


(৩)
বেঁধে রেখেছি– মনের গাঁটিতে,
ক’জনা তা পারে!
বেঁধে রাখা মানে এই নয় যে–
শিকলে বেঁধেছি তারে।