(১)
দু'য়ে দু'য়ে শুয়ে শুয়ে ঘুমের গভীরে ঢলি,
যদি নেশা– হয় পেশা! প্রেমের কথা বলি।
বিরহ দেয় যাতনা
প্রেমেতে তাই মাতো না!
ক্ষতি কি! যদি আরো কিছুটা পথ চলি।


(২)
তোমার দু'চোখ– ঢলুক ঘুমে ঢলুক
আমার দু'চোখ তোমার কথাই বলুক।


(৩)
আপন হতে পারলাম কই!
হলাম তো সেই পর,
নিজের কথা কি ভাবি তাই
ভাবলে– স্বার্থপর।