(১)
একটা, দুটো, তিনটে তুল
শিশির ভেজা ঘাসের ফুল।
তা দিয়ে এক গেঁথেই মালা
মিটিয়ে দে রে হাজার জ্বালা...।


(২)
যে জ্বালা বুকের ভেতরে। সে জ্বালা বুকের বাইরে।
এ জ্বালা নিভাই কেমনে! এ জ্বালার ওষুধ নাইরে।
তার চেয়ে মৃত্যু ভালো। আমাকে শেষ করে দাও!
যে আগুন জ্বলছে বুকে, সে আগুন নেভাও নেভাও।


(৩)
চোখের মধ্যে মেঘ নেই। তবুও– বৃষ্টি হয়।
মেঘ বিনা এই মেঘলা আকাশ তোরই পরিচয়।