(১)
নরম গালের স্পর্শ মেখে, এলোচুলের গন্ধ মেখে
রাজি রোজই, তোমার আঁচল তলে করতে গোলামি।
বাঁধনহারা, যেথায় খুশি চাইলে যেও! পিছুপিছু তবু–
তোমার জন্যে শতাব্দী দূরে– দাঁড়িয়ে থাকবো আমি।


(২)
আলোকবর্ষ দূরে পিছু নিতে নিতে মহাবিশ্ব ছাড়িয়ে
আরো দূরে, আরো দূরে, দু'পায়েতে সহস্র পথ মাড়িয়ে
আমি শূন্যের সাথে বাঁধতে ঘর হাঁটছি আজও হাঁটছি।
স্বপ্নে বিভোর শরীর আমার, তোমায় পেতে বেদম আমি খাটছি।


(৩)
যা পাই না, তা আর চাই না।
বারবার আমি মাথা নত করি!
দু'হাতে পেতে থলিখানা ভরি!
কেউ দেয় কি আমায় মাইনা ?
যা পাই না, তা আর চাই না...


চেয়ে যাওয়া আমি নির্লজ্জ
হাসি মুখে করি সব সহ্য!
ভাবো মুর্খ, বলি– তাই না ?


যা পাই না, তা আর চাই না...