(১)
রাতের কালো জমছে, চোখের দুইটি কোণে
ঘুম উধাও। ডাকছি তা'ও। ভাবছি মনে–
রাতটাকে যদি– জড়িয়ে আমি ঘুমাই, তবে
চাঁদ-তারা ঠিক নিভবে এবং ঘুমটা হবে।


(২)
ঘুমের পিছু মিছেই ধাওয়া,
ঘুম চাইলে যায় না পাওয়া।
ঘুমতো আর মোয়া নয়!
দুচোখ বুজলেই আনবে জয়।
কি জানি! তার কোন হারে–
দুচোখ মরছে অনাহারে...!


(৩)
যেটুকু হাতে পাই– সেটুকু'ই আমার ভাবি।
যেটুকু পাই না, সেটুকুতে রাখি না কোনো দাবি।