(১)
দিন ফুরিয়ে দুটি চোখে নেমে আসে রাত।
শুধু হয় না ঘুম, হয় না শুরু, হয় সব বরবাদ।


(২)
রাত নামলেই সঙ্গে সঙ্গে নেমে আসো তুমি
চাঁদ-তারা, পাড়া-পড়শি ঘুমিয়ে তখন পড়ে।
কেবল মাত্র পলকহীন দু'চোখের দুইতারা–
দাঁড়িয়ে থাকে ঘুমকে ফেলে জেগে থাকার মোড়ে।


(৩)
জাগা চাঁদের কাজ। তুমি আমি জাগি কেন তবে?
মধুর এ রাত, হায় জানি না– মধুর বা কবে হবে।