(১)
প্রেম না পেলে– বিরহে কাটে,
জীবন খোলা পায়েতে হাঁটে।


কাঁটার ভয়– হয় যদি বা!
পরোয়ানাবিহীন ফেলতে থাবা
সাহস জমাই, ভেতরে দারুণ!
(আর) সৃষ্টি করি অজস্র নুন...।


(২)
প্রেম প্রেম করে অ'প্রেমে কেটেছে জীবন,
সে কথা যে– কখনোই খেয়ালেতে রাখিনি।
মিছে মোহ, মিছে মায়ায় ডুবেছে মন...
এ দেহে পুড়ে যেতে কিছু আর বাকি নেই।

(৩)
জীবনটা একস্থানে স্থির নয়,
কালকের ভোরে তা জানবো।
থেমে গেলেও নাকি হয় পরাজয়;
তা মুছে– আলো আমি আনবো!