(১)
'কবিতা' কাকে ভালোবাসে আর কাকে বা সে চায়?
'কবিতা' খুব কাছে আসে; ফের দূরে চলে যায়...


(২)
সে আপন– মরেছে বলে পেয়েছো ভীষণ চোট কি!
বন্ধু মরেছে। রক্ত মরেছে। নিয়েছো তার খোঁজ কি?


(৩)
আমি আবার এলাম তোমার কাছে একটা আকাশ কিনতে
আমি আবার এলাম– তোমার কাছে অচেনা সব চিনতে ।