(১)
তোমার কাছে কিছুই নেই, আমার কাছে অঢেল,
আমার কাছে অঢেল বলতে– ব্যর্থ ভরা মডেল।


(২)
মনের শহর ছেড়ে
উড়ে গেছো মেলে ডানা,
মৃত শরীর, জুড়ে–
ব্যথাময় যন্ত্রণা।


(৩)
ও আষাড়ী নীল আকাশ
তুমি আর কালো মেঘে সাজবে না!
পাহাড়ের মতো হৃদয় আমার,
সে কি আর ভিজবে না ?