(১)
তোমার দুঃখ সকল আমার হোক
আমার সুখ যত তুমি কুড়িয়ে নাও।
তাতে হাজার আমায় বলুক লোক
তোমার, হৃদয় তুমি জুড়িয়ে নাও...।


(২)
বুক ভেতরের বাস্তুভিটায়
চিরকাল হলো বন্ধ সে...।
এক অলীক সুখের হদিশ
পেয়ে ছিলো মন সন্দেশে।
আর সেদিন থেকেই প্রেম,
প্রেমের বিরহ কি জানলেম।
তাই, কতটা ভালো বলতে চাইবো;
বলবো না খুব মন্দ সে।


(৩)
দিগ্বিদিকে লাভ-লাভেরি,
সাপ-সাপেরির ছোবল খুব।


আনতে লাগি গাছগাছাড়ি;
খুঁজতে গিয়ে– ভীষণ চুপ।


খুঁজছি যাকে– পাচ্ছি না আর,
যাচ্ছি না তাই দার্জিলিং।


কার বোঝা কে, কে বোঝে কার,
গুমরে মরে সব ফিলিং।