(১)
আমি হাত বাড়ালাম। তুমি পা সরালে।
কাছে আসার বদলে, তুমি 'দূর' জড়ালে।
তাই– কি আর দি তোমাকে এমন দিনে!
আমি রেখেছি– আজও আমাকে ঋণে।


আমি কাছে ডাকলাম। তুমি 'না' বললে।
কাছে আসার বদলে, তুমি 'দূর' চললে।
তাই– কি আর দি তোমাকে এমন দিনে!
আমি রেখেছি– আজও আমাকে ঋণে।


(২)
তুমি জমাট আর রেখো না ক্ষত,
টানতে পারো ইতি।
তুমি হাসতে থাকো ফুলের মতো,
ভুলতে থাকো স্মৃতি।
তোমার আপন যেন তারাই হয়...
যারা ভালোবাসে,
তোমার অযথা সময় হোক অপচয়,
চাইবো না আর তা সে।


(৩)
দেওয়ার মতো কিছুই নেই। যে'টুকু বাকি স্নায়ু
তোমার জন্মদিনে–
হাজার জমা ঋণে
'নিতে চাইলে– দিতে চাইবো আমার পরমায়ু...।'