(১)
আমার হারে কার বা কষ্ট হবে!
সে কি আর চেয়েছে আমার জিত?
সে তো 'জিতবে জিতবে' বলতে বলতে
গড়েছে মিথ্যে ভীত।


(২)
হয় না আমারও মরণ। এ কেমন তর- ফাসা!
'আচরণ' করছে হরণ– তোমার বাঁচার আশা।


(৩)
তোমার আর আমার মাঝের দূরত্বটা এতটাই বেড়ে যাক!
যাতে আমার মৃত্যুর খবরটাও পৌঁছাতে পৌঁছাতে...

যেন একটা আস্ত বট গাছ জন্ম নিয়ে
তারও মৃত্যু ঘটে, আমার কবরের উপর।
    
(৪)
মধ্য রাত। চোখেতে হঠাৎ– দিনের আলো।
জলপ্রপাত– দেখি চোখে লুকানো ছিলো।