(১)
আগুন আঁচে ভালোবাসার– বাড়ছে হাজার ঋণও
তুমি আসোনি মনেতে এমন নেই একটি দিনও।
ঋণের বোঝায় হোক না এবার ছাড়
বদহজমের আর বা কি দরকার!
তোমাকে তাই করতে হজম– খাচ্ছি এবার ইনো।


(২)
বুকের ভেতর শূন্য।
জড়িয়ে ওঠাও ঢেউ।
সামনে– ভালোবাসো...
পেছনে অন্য কেউ!


(৩)
সবাই বলে– "ওসব ছাইপাঁশ"
এবার ছেড়ে দেন!


ছেড়ে তো কবেই দিয়েছি আমি।
অপেক্ষা– অন্য কোনো ট্রেন...