(১)
দেওয়া-নেওয়ার হিসাব কেবল চলছে,
আগুনের পাশে তাকেও দেখি– জ্বলছে।


(২)
জ্বলছে হৃদয়, পুড়ছে হৃদয়
উড়ছে মনের ছাই
ধোঁয়ায় ধোঁয়ায় ভরলো আকাশ
তোমার জানা নাই।
দিচ্ছো তবু জ্বালানি কাঠ
কঠোর এমন তুমি...
এবার একটু না হয় দাও–
শীতল মৌসুমি।


(৩)
যেদিকে বইছে হাওয়া
পাল তুলে– মন চল,
লাগছে না আর ভালো
দু'চোখে সমুদ্র জল।