(১)
সজাগ, তবু ধান খেয়ে যায়
ওরই পোষা– খানদানি বুলবুল
তবু জানায়–"ভালো আছি"...
বলতে বলতে বানায় এপ্রিল ফুল।


(২)
ওর ফিরে যাওয়াটা নিশ্চিত– গন্তব্যস্থানে।
কিন্তু ওর পিছু নেওয়াটা ভেবে দেখলে– বড্ড এপ্রিল ফুল।


(৩)
তার বলা সব কথারা
আজকের দিনে মান্য যেন...
সজাগ হও প্রেমিক! তোমরা
মানুষ দেখে মানুষ চেনো।