(১)
ঝড় উঠলে বুকের ভেতর হঠাৎ কোনো রাতে
সঙ্গে আমার তুমিই থেকো। দু'হাত রেখে হাতে।
সেই রাতেতে জাগলে আবেগ
জড়িয়ে ধরো, গর্জালে মেঘ।
আমিও তখন ছাড়ছি না হাত ঝড়ের প্রতিঘাতে।
মাতাল প্রেমের বলবে, বলো-! ক্ষতি নেই তাতে।


(২)
নেশা শরীরে শরীরে। এ নেশা রক্তে।
মাতালের বেশ ধরি, তোমারই পরিবর্তে।


(৩)
দেখার জন্য চাইছি পাশে
দূর হতে দেখা যায় না।
যেটুকু তুমি বলছো হেসে
সেটুকু– পরিচয় না।