কখনোবা দেওয়ালেতে সেঁটে;
কাজ নেই, দিনরাত
বসে শুয়ে– হাতে হাত,
         ভরা দুপুর, পিত্ জমে পেটে।
         সাথে জ্বলে খিদের আগুন।
ডায়ে বাঁয়ে, কোন্ সাজে?
ওইসব বুঝি না যে–,
            দে ভাত!  নয় দে নুন!