বুট পালিশ, সেবাশুশ্রূষা, বাজারদারি–
বা বাসন ধুতে; পেট পুরোতে তা'ও পারি।
রান্না জানি, সে'ও তোমার মনের মতো,
সকল কাজই জানি ঘরের, আছে যত।
আগুনটাকে আগুন এখন ভাবছি না,
কাপড় কাচা, ঘরটা মোছা, কিছুই না!  
পেট পুরোতে, লাথির ঘা'য়েও দ্বিধা নাই,
রাখবে নকর? রাত্রিদিন, থাকতে চাই...


ঘরে আমার– মা আছেন, আছেন বাবা,
মাঝ বয়সের দায়িত্ব, সে আর বোঝে কে বা?
ডিগ্রি! ওসব বেকার এখন মূর্খ ভালো
চাকরি পাওয়ার আশায় মুখে লাগবে কালো।
তাই আমার বেঁচে থাকবার একটিই ভর
লজ্জা নেই, কারোর ঘরেতে হতে চাকর...।