সবই কথার কথা। বেফালতুদের ভিড়।
অন্ধকারে ছুঁড়ে মারছি সব কথাদের তীর।
আজকে দিয়েই আজ'ই– ভাঙছি কাল'টাই,
গাছেরা রাখছে শপথ। আমরা পাল্টাই।


দি তো সকলেই! রাখি বা ক'জন?
কথারও রাখতে কথা– শপথের প্রয়োজন।