ভেঙ্গে দাও আজ আছে যত গ্লানি
তুলে নাও ওগো! ‘স্বপ্নের ফুলদানি’।
জল দাও তাতে, দাও কিছু গোবর
এখন নয় তবে, করো একটু সবর ।
লাগাও তাতে একটি গোলাপ চারা
কাটো কিছু কঞ্চি, দিয়ে দাও বেড়া ।
রাখো তুমি সেথা-  যেথা ধূলো ওড়ে,
যেথা সূর্য্যের কিরণ এসে পড়ে ।


তারপর কিছুদিন- দাও তাতে জল
মাঝে মাঝে যদি সে- হয় দুর্বল ,
আসে যদি কোনো-টোনো পোকাদের ঘা
ভয় নেই বন্ধু ! আছে দুই পা ।
ধীরে ধীরে দেখ- কেমন বেড়ে ওঠে
দেখতেই থাকো, কেমন ফুলেরা ফোটে  ।
দেখতেই থাকো! মৌমাছির- দল
দিনে রাতে কেমন করে- করে চঞ্চল ।
ফুটবেই, তবে- একটা তো নয় !
করো, করো সেবা , কেন করো ভয় !


' ফুটলেই ফুল- মৌমাছি যাবে,
ফুলেরই সুবাস বাতাসেই পাবে ' ।


দেরি কেন তবে তুলে নাও হাতে
মন দিয়ে করো সকালে বা রাতে-
সেবা আর সেবা । ওই দেখো তুমি-
তোমার সেবায় আছে কি কমি !
তবে কেন ভয়, কেন মাথা নিচু
নাও হাতে তুলে, আছি আমি পিছু  ।