সদরে জানালা খোলা, বাতাস ঢোকে হু হু....
আমার মনে তুমি এখন, তোমার মনে অন্য কেউ...।
ব্যথায় বুক ফাটে হায়...
তুমি কেন বুক সীমানায়
বারে বারে ওঠাও যে ঢেউ,  
সদরে জানালা খোলা, বাতাস– ঢোকে হু হু....
আমার মনে তুমি এখন, তোমার মনে অন্য কেউ...।


ঝড় ওঠে বুকের ঘরে
সে ঝড়ে কে বা মরে
দেখোনি, কার হৃদয় ধু ধু...  
সদরে জানালা খোলা, বাতাস– ঢোকে হু হু....
আমার মনে তুমি এখন, তোমার মনে অন্য কেউ...।


প্রিয় পথে হয়নি চলা
কিছু কথা হয়নি বলা...
ভুলভাল সমাধানে– মন'টা শুধু।
সদরে জানালা খোলা, বাতাস– ঢোকে হু হু....  
আমার মনে তুমি এখন, তোমার মনে অন্য কেউ...।