খড়ের ছাওয়া, মাটির দেওয়াল, বাঁশের ঘেরা
আমরা অক্ষম, এ ঘর করে– বাপ দাদারা।
পুরোনো বাড়ি, শ'য়ের অধিক। মিথ্যে এ নয়!
তুফান এলে– পালাই তাই, মৃত্যুর ভয়।
এবারেও তা হলাম সবাই গৃহছাড়া,
স্বাক্ষী আছে ঝরে যাওয়া সব পাতারা।  
সরকার তো দিচ্ছে সবই পাচ্ছি কই?
'আয় যেখানে বিন্দু , সম্বল– দেড় লাখটাই'।


নাম লেখা সার, ভয় করি না বলতে হেথা
'গাঁয়ের মানুষ কথায় কথায় ঘোরায় কথা'।
যাদের আছে অট্টালিকা– তারা'ই পায়,  
গরীব সে জন গরীবি রয় সব তালিকায়।
অপেক্ষা তো– করলাম'ই বছর বিশ
আর কত কাল করতে হবে? বলেই দিস্...