সন্ধ্যা নামার আগেই, দেখি– হচ্ছে শরীর নিখোঁজ।
মহামারীর আতঙ্ক। এ যেন পুড়ছি আগুনে রোজ।
তার চেয়েও পুড়ছি। যে আগুন পোড়াচ্ছে ভীষণরকম।
বাঁচা আর না বাঁচার মাঝখানে জীবন বড় খুঁজছে সংযম।


বুকের ডানপাশ জুড়ে টনটনি। আর, বামপাশে– 'তুমি'।
তোমরা দুয়ে মিলেই করছো সৃষ্টি বুকে– 'দুরন্ত মৌসুমি'।