ক্লান্ত শরীর। তবু আসে না কো ঘুম।
বাকি আছে কাজ। তাই হচ্ছি নিঝুম।
ধীরে ধীরে আসছে। আসছে ভাবনার দল...
নিচ্ছি, নিচ্ছি তুলে নরমে কালিমাখা বল।
লাইনের পর লাইন, গাঁথতে কোরা কাগজে
ব্যস্ত হাতের মুঠো। যত্নে সাজানোর কাজে।


এ এক সংসার। যার– আমি পিতা।
'ছেলে অথবা মেয়ে, সে আমার কবিতা'।