ফেল হয় ততবারই যতবার জীবন গুণ্য,
বুকের ভার নামলেই– ধরার ওজনও শূন্য।
নিজেকে হারিয়ে ফেলা সহজ। কঠিন খোঁজা।
যেখানে পুড়ছে শরীর, সেখানে সহজ বোঝা।
বোঝা, মাথা থেকে আসলে নামবার পর
সবশেষে পড়ে থাকে একটা সুন্দর ঘর..।


নামে শান্তি...। আমরা, বাঁচি এই আশ্বাসে–
'প্রতিটি শেষ একটি শুরুর সংবাদ নিয়ে আসে।'