(১)
মাঝে মাঝে খুঁজে নেয় সে– স্বপ্ন নামক সাইট,
শিরায় শিরায় এসে
তিন কণিকায় মেশে,
বুকের ওপর ফাটায় তখন আস্ত  ডিনামাইট।


(২)
মাঝে মাঝে খুঁজে নেয় সে স্বপ্ন নামক ভেলা।    
দীঘির ঢেউয়ে ভেসে–
হৃদয় ঢেউয়ে মেশে,
ধারণ করে ফণী'র মতো তোলপাড় যত খেলা।


(৩)
মাঝে মাঝে খুঁজে নেয়– সে স্বপ্ন নামক বাড়ি।
দরজা খুলে আসে,
সে আসে উল্লাসে,
হঠাৎ ঘুম ভেঙে দেখি– জীবনভর আড়ি।