সারা রাত জাগতে জাগতে যাই,
ক্লান্ত আমি; যা কিছু খেয়ে ঘুমাই,
দুপুর বেলা, ঘুম যখন মধ্য–
ক্লান্তি যখন হাটছে আমার সদ্য,
তখন তুমি আছড়ে পড়ো বুকে।
প্রলয় করতে আমার অসুখে।
আজ তুমি তেমন করে এলে...


শূন্য ঘরে দুচোখ তখন মেলে
দেখি, বুকের ওপর ধস্তাধস্তি সব।
তোমার তো এখন খুশির মহোৎসব!
ভুলেই গেছো, ভুলেই গেছো ভাবি।
না! ভুলোনি, আমার তখন দাবি।      
নইলে তুমি আসো কেমন করে?
তোমাকে পাই; আমার এ শহরে।
তোমাকে তো ছেড়েই এসেছি কবে!
এক কিংবা একশো জনম হবে!
তবু আজও– এমন কেন করো?
নাকি ভাববো 'পাওনা', এতোর পরও?


ভাবি যা– আজকে তা জানাই
ক্লান্তি নামলে, যখন আমি ঘুমাই  
স্বপ্ন হয়ে এসো না তখন কাছে...
পারলে এসো,
       পারলে এসো হৃদয়জ্বলা আঁচে।