বালির ওপর যাচ্ছে বয়ে– আকাশনীলা নদী,
তার পাশে কয়েকটা গাছ শুকনো হয়ে দাঁড়িয়ে।
পাড়ের ধারে কয়েকটা উট, পিপাসায় নিরবধি
তৃষ্ণা মিটাতে লম্বা গলা নদীতে আছে বাড়িয়ে।


তার পাশে ঘর করেছে কয়েকটা লতাপাতা,
সবুজ, হলুদ, লাল তাতে রঙ বে-রঙয়ের ফুল,  
কিছু পোকা, প্রজাপতি আসর জমিয়েছে সেথা
একটা পাখি, সে সব দেখে– আনন্দে মশগুল।


সেই পাখিটি আর কেউ না, আর কেউ না– 'তুমি'...
তাইতো নদী বালির ওপর যাচ্ছে বয়ে সেথা!
সেথায় কিনবো আমার জন্যে একশো বিঘে জমি,


'হেথায় বড্ড বুকের ওপর– লু'য়ের সরূপ ব্যথা'...।