ভালোবাসার মতো সর্বনাশী নেশা
এ জগতে আর কিছুই নেই।
    
মদের নেশা যেখানে অসফল রয়।
প্রখর রোদও যেখানে ব্যর্থ হয়।
এ নেশা, আহা! এ খেলা–
আহার না জুটলেও যেন জোটে দু'বেলা।

যেখানে জন্ম-ভিটে, ঘর-সংসার,
আপন পর– সবই বেকার।
যেখানে, তুমি আমি কিংবা বলো
পশু-পাখি সবাই গলো–  
মোমের চাইতে, লোহার চাইতে।
একটুখানি, একটুখানি আদর পেতে
মা যেমন সন্তানদের আঁচল তলে
লুকিয়ে রাখে নানান ছলে।


আহা, এ খেলা, এ নেশার কাছে
জায়গা-জমিন, সবই পাছে।
সেইতো মালিক,
                সেইতো রাজা!
          যার এ ধন অঢেল আছে ।।