পথ আজ মানে না যে কিছুরই বারণ
খুশি মনে শিবু তাই– করে বিচরণ ।


মন আজ খুশি খুশি, নেই তাতে মানা !
আসাপথে নিয়ে আসে ভালো ভালো খানা ।
ব্যাগ আজ ভর্তি, হাতে আরো ইলিশ
ঘরে ফেরে, দিতে দিতে মুখে তার শিশ্ ।
ভাবে শিবু, খুশি হবে আজ বউ মেয়ে
মন আজ ভরে যাবে , চেটে পুটে খেয়ে ।
আমি খাবো লেজা মাথা , পেটি খাবে বউ ,
মেয়ে খাবে পিশ চার, বাকি, নেবো কেউ !


ডাকে শিবু, কই গেলে ! রুমি মা কই !
এই নাও ব্যাগখানা, আর এটা দই ।
বউ বলে কি ব্যপার ! আজ এত খুশি
সোনাখনি পেলে নাকি ! আজ সব বেশি ।
না না , আরে শুকু , -ওই বাবুটা
ফুলিয়েছে এতখানা , আজ বুকটা ।
কাল দিল দুই টাকা , আজ ফের তিন
তাই আজ দুপুরেই এত বড় সিন্  ।
জানো শুকু, -ওই বাবু পরাধীন কেড়ে
বলে গেছে, আমি যেন দি সব ছেড়ে ।
জানো শুকু আমাকেই– ভাই, সখা বলে
তাই আমি কাল থেকে যাব সেথা চলে  ।
-ওই বাবুই ভগবান , মানুষের-ই রুপে
বেলা গেছে পাথরেই , বৃথা মালা জপে !
আজ খুব খুশি জানো , ভগবান কাছে
যাতে ছিল ডাকাডাকি- সে গেছে পাছে ।
আজ থেকে জান-টান ওকে আমি দেবো
বিনিময়ে সুখ ছাড়া কি আর নেবো !
আর নয়, দেরি হল, যাও তাড়াতাড়ি
আমি যাই , এক্ষুনি বিনিদের বাড়ি  ।
বিনিরও তো যোগদান খুব এতে আছে -
কেমনে তাকে ফেলি বলো আমি পাছে !
যত ও গুণানীয় , পূজানীয়-ও তত
আজ ও যে ভগবান, বাবুটারই মত  ।
বিপদের পথ মাঝে- হয় যারা পথিক
জানো শুকু, তারা সবে ‘স্ফটিকের স্ফটিক’!
তাই আজ এই পথে হারিয়ে-ই গেলে
কত খুশি কত ব্যথা সবটাই মেলে...।


জানো শুকু.....
কেউ ঠিক বলেছিল, সব তা ঠিক
পথিকের এই- 'পথ' বদলাবেই দিক- ।।



  -:- ( শেষ পর্ব ) -:-