শোধ হোক ধার বাকি। বাকি রাখা বেমানান।
থেকে থেকে বাড়ে ঋণ। বোঝা বাড়ে হৃদয়ের।
চোখে চোখ রেখে তাই করে যাই এ এলান...
ভুলে আর ভুল নয়। জড়িয়ে ধরতে বাহু'দ্বয়ের।


ধরতে যদি চায় বাহু, জড়িয়ে ধরুক শরীর আমার।
তাকে যদি জড়িয়ে ধরে– কিনবে জীবন কেবল 'ধার'।