যারা খোঁজ নেয়,
      মাঝে মাঝে যারা কথা বলে;
তারা লোকাল। তারা হৃদয়ের অতলে।


তার চেয়ে অতলে–
তার'ও অতলে– 'যারা নেয় না খোঁজ'।
             তারা আছে। তারা ছিলো।
                                 তারা নিখোঁজ।      

তাই, আছে'টা ন্যাপথলিন।
               আর ছিলো'টা– স্থানীয়।
আমার আছের থেকে তাই ছিলোটা বড্ড প্রিয়...।