সময়ের কাছেতে– তার সই-টই
ফিকে। যেন ঘোলাটে। পচা ডোবা।
তাকে মনে রাখা, রাখা সব ক্ষণিকেই
বাগিচার কোণেতে– যেন তার শোভা।

আমি খুঁজি যাকে, দেখি– শূন্য সে।
ছিলো। তবু, আজ সে কোথা? কই?
ভুলে যেতে যেতে ভুলেছিনু নুুুুন্য সে;
তার চেয়েও– ভুলে গেছি 'তার সই'।


তবু খুঁজি তাকে। এ বড় দুর্বাসা!
কিছু আশা মনে রেখে ভুলে আসা।
'সময়ের কাছে– তার ভালোবাসা
চিরকাল যেন এক জিজ্ঞাসা'।  

যাকে হয়নি পাওয়া কোনো আপাতত
তাতে প্রশ্ন কি আসে কোনো হারানোর?
যাকে পেয়েছি– সে'ই বড় অব্যাহত;
শুধু শূন্যকে নিয়ে বৃথা জড়ানো।