আকাশ ঘিরলো কালো মেঘে
       বৃষ্টি এল বেগে ;
  তাই না দেখে- সূয্যি মামা
      আছেন খুবই রেগে!


  সূয্যি মামা হেসে বলেন-,
      'এমন দেবো তাপ!
  আমার তাপে- হবি রে তুই
      জ্বলে পুড়ে খাক্'।


মেঘ বলে- তুই বেটা,
  যতই দেখা রাগ!
'বগল তলায় রেখেই তোকে
  করতে পারি ছাগ'।


সূয্যি তখন রেগেই লাল,
   মেঘের কথা শুনে-,
বলতে থাকে; 'মেঘ নাকি
   আমায় ছাগল মানে'!


  তবে রে 'মেঘ'-, সামাল বেটা
  'শাপ' দিলাম তোকে!
'আমার তাপে'ই- আকাশেতেই!
  'যাবি রে তুই শুকে'...।