রাস্তা কাঁটার, তবু এ মন শোনে না।
এ মনের দোষ কি আর
একটু কথায় এপার-ওপার,
কোনো দূরত্বই সে আর গোনে না...।


রক্তপায়ের ছাপে ফোটে হাসনাহেনা।
তুমি তার রাখোনি খবর;
নিজেই যে দি নিজের কবর!
তবু আসি। যেন– অজস্র জমা ধারদেনা।
  
তেমন কোনো দাবির জন্যেও আসি না।
হঠাৎ দেখার ইচ্ছে হলে
দেখেই আবার যাই চলে,
সত্যি, আর তেমন ভালোবাসি না...।