দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজের অগোচরে    
ভ্যাপসা ধোঁয়ায় শরীর ঘিরছে শত,
সারা সারা দিন ভীষণ মেঘ মনে
বৃষ্টি হলে– তা ও বাঁচা যেতো।

আমার তেমন ভালো লাগছে না কিছু;      
আজও দেখি– বড্ড প্রিয় সে তো...!


এমন দিন তার তেমন এলে
আয়োজন সব হতো গুনে গুনে
কায়দা করে সকল জেনে নিতেম,
আয়োজনের সকল প্রয়োজনে ।    


ও ভুলেছে, আমি ভুলিনি। তাই–  
আজও সাজি কারণে অকারণে ।  


মনে পড়ছে কয়েক বছর আগে
এমন দিনে হৃদয়ের দরবার
সেজে উঠেছিলো–, অপরূপ বাহারে;
'এমন দিন স্মরণও থাকেনি তার'।


বড্ড প্রিয় সেই মানুষটির কাছে
তেমন বেশি নেই কোনো আবদার।    
    
আয়েশ করে চাই না'ও পায়েস খেতে
কিংবা কোনো কাপড়ও কিনে পরাক,
এমন দিনে– চাই না চুমু, কেক;
কেবল একটা শুভেচ্ছা সে পাঠাক ।  


খাটের ওপর পাশাপাশি শুয়ে...
'বছরে একটা– শুভেচ্ছা সে পাঠাক'।