সব শেষ শেষ হোক, শুরু হোক শুরু
বুকে যেন না হোক– বুক দুরুদুরু।
হিসেব নিকেশ হোক গেছে যা চলে
বদলা নিতেই হবে প্রতি পলে পলে!
এগিয়ে চলো তাই– চাপড়িয়ে ঊরু,
বুকে কোনো না হোক্ বুক দুরুদুরু।


হাঁটু গেড়ে করজোড়ে বহু হলো বসা
মোমের মলম বুকে বেশ হলো ঘষা,
আগুনের ব্যবহার– আমরাও জানি!
আর নয়, আর নয়, আর হাতছানি।
কানাকানি যত আছে এইবার ফুরু!
বুকে কোনো না হোক বুক দুরুদুরু।


ঘাস হয়ে আর নয় বাঁশ হয়ে ফোটো
খরগোশ হয়ে নয় ঘোড়া হয়ে ছোটো।
ঘরে ঘরে গড়ে তোলো নয়া বিদ্রোহ
খবর পৌঁছে যাক গ্রহ হতে গ্রহ।
ছুটে চলো– রোদে বা পার করো মেরু;
বুকে কোনো না হোক বুক দুরুদুরু।

গ্লানি ভরা রাস্তাতে গ্লানি সব ফেলে
এসো আজ চাষী, মুচি, মেথর ও জেলে।
ধুলো সাথে মিশে নয়, উঁচু করো হেট!
শিখিয়ে দিতেই হবে 'টিট ফর ট্যাট'।


সব বেশ বেশ হোক, বেশ হোক পুরু
বুকে কোনো না হোক্– বুক দুরুদুরু।