এমনি করেই– বছর কাটে তিন,
দিনে দিনে বাড়ছে হাজার ঋণ।
রাখলে কাছে– জীবন বৃথা প্রায়ই;
তাইতো তোকে ফেরত দিতে চাই!


ফুল-চন্দন পড়ুক আমার মুখে;
দুঃখ ভুলে– চাইছি থাকতে সুখে।
হাটাস্! এবার লক্ষ্মী দুটো হাত;
চাই না, তোর কোনোরকমের সাথ।


তুই বলবি– 'গুছিয়ে রাখো মনে',
জায়গা নেই। একটুও এক কোণে।
আমার কাছে একটা মাত্র পথ
যেমন হোক দিতেই হবে ফেরত।


আগের জীবন, আগের জীবন কোনো,
চাইছি আলো। আঁধার পেরোক ঘন।
গলির কোণে– নিজের সঙ্গে দেখা
সঙ্গীবিনে থাকতে চাইছি একা।


হয়েছে অনেক, কদাচিৎ আর নয়!
এবার তোকে পাল্টে দেবার সময়।
সব শেষেতে বলতে চাই তোকে–
'পাল্টা জবাব দেওয়ার ইচ্ছে বুকে'...।