চলে যাও! বলেছিলে বলে– তোমাকে ছেড়েছি পথে,
কাটার ঘায়েতে নুনের ছিটে দিয়েছি বুকের ক্ষতে।
তুমি তা রাখোনি খবর। মাঝ বরাবর সোজাসুজিতে বাঁক,
ভালোবাসার বদলে দু'হাতে তুলে ছুঁড়েছো বেদম পাঁক।
কতটা বেসেছো ভালো তা কাকে– নিজেকে প্রশ্ন করো!
মনের মুখোমুখি যতটা দেখাদেখি ততটা সমানে পোড়ো।


পোড়াও! দাবানলে ফেলে, যতক্ষণ না হচ্ছি পোড়া,
ছাই করে দাও পুড়িয়ে পুড়িয়ে, আমারও হোক ওড়া।
পোড়ানোর পরে তোমার দ্বারেতে– উঠবে না অভিযোগ,
পুড়ে যেতে যেতে বলে যাবো তবু তোমারই ভালো হোক।