তোমার, কত না বলা কথায়-
বার বার একটি মাত্র শব্দ ভেসে উঠেছে-;
"আমায় মুক্তি দাও হে-, আমায় মুক্তি দাও-"।


আমি দিয়েছি-;
কবিতা-! আমি তা দিয়েছি।
তবে, 'আমার আমি-', তোমায় মুক্তি দিতে পারেনি আজও- !
আজও তাই-, তোমার প্রতিটা শব্দ আমার বুকেতে জড়ানো।
আমি যত্নে গাঁথি- তাদের 'কবিতা ডটে'-।


''তারা আমায়- একদিন কবি বানাবেই"- !