উড়ছে অবিরত
রাস্তার ধুলো যত,
ঝাপসা দুচোখ। আমি মৃত প্রায়।
কখনো ভিরমি খেয়ে
পড়ছি চাকায় গিয়ে,
হারাবে জীবন আজ অযথায়।
আমার লক্ষ্মীসোনা
আমার চাঁদের কণা
নীল ডাউন? নাকি ধরবো কান?
নাকি উঠবস হবো?
নাকি নাক ক্ষত দেবো?
না বলে– অযথা করে অভিমান


যাস না। যাস না তুই ফিরে আয়।    
তুই ফিরে আয়। তুই ফিরে আয়।
তোকে সকালের চা খাওয়াবো।
তুই ফিরে আয়। তুই ফিরে আয়।
সাথে সকালের রোদ পোহাবো।
আয় ফিরে আয়। তুই ফিরে আয়।
তুই একটি বার– পাশে ফিরে আয়।