নিজের হাতেই গড়ে ছিলাম, ফাগুন প্রেমের কাজেতে
বছর আগে একটি বাগান একটি মনের মাঝেতে।


আজ সে সেখানে নেই কোনো ফুল, জুঁইও হয়েছে গত  
বাগানটাই আর সে বাগান নেই। জমেছে ভীষণ ক্ষত।


তুমি তা বোঝোনি। তুমি তা দেখোনি– প্রজাপতিদের খেলা
দিনে ও রাতে ফুলেদের সাথে কেটে গেছে কত বেলা।


অভিমান করে চলে তো গেলে, সাজানো বাগান ফেলে,
ঘাসে ঘাসে সেথা ভরালে কেবল ঘাসেদের ফুল মেলে৷


তুমি তো চাও না! বাগান ভরুক রজনীগন্ধা ফুলেতে,
তুমি চাও না– সে ফুল গুঁজুক তোমার খোঁপার চুলেতে৷