মানুষেরা অসহায়। মরছে যে লাখো লাখো।
খরা বা জোছনায়, তুমি মানুষের পাশে থাকো।
নেতা হয়ে, পিতা হয়ে, মাতা হয়ে পাশে থাকো,
লতাপাতা ঘাস হয়ে মানুষের পাশে থাকো।
একা হলে, দেখা হলে, একবার কাছে ডাকো,
যাকে তুমি পাশে পাবে, তাকে বুকে ধরে রাখো।  
মানুষেরা অসহায়। তুমি মানুষের পাশে থাকো।
সখা হও, সখী হও। এই বেলা– হও গড।
কাঁধে হাত রেখে যাও। দূর করো সঙ্কট।
মৃত্যু কি জল কোনো? সহজ কি পান করা?
অকালে জীবন হানে, বোঝে না যে অন্ধরা।


আলো হও, তারা হও, চাঁদ হয়ে পাশে থাকো।
মানুষেরা অসহায়। তুমি মানুষের পাশে থাকো।