পাশ কেটে যায়, আমার'ই যারা খুব চেনা,
দাঁড়িয়ে পাশে, হাত কেউ আর ধরছে না।
মরছে মানুষ, না খেতে পেয়ে, দেশমাঝারে,
রাজনীতিটাই চলছে, কেবল একনাগাড়ে।
কাটবে মাথা, খবরে দেখি, ফেরার পথে,
ফোস্কা পায়ে হাঁটছি, তবু কোনোমতে।
দেশের মাঝে– হচ্ছে এবার উন্নয়ন।
তোমরা খোলা রাখছো তো ভাই দু-নয়ন?


এই করেছি, এই করবো, হট্টগোল
ফেঁপে-ফুলে ওঠা শুধুই, নামেই ঢোল।
মরলে মরুক আমজনতা, তাতে কি!
লুটতে হবে, আসল কথা, যা বাকি।  
জলের মানুষ, বলছি তাই সজাগ হতে  
'মানুষ খেকো এলিয়েন আছে, পৃথিবীতে'!
  
তোমরা খোলা রাখছো তো তাই দু-নয়ন?
দেশের মাঝে হচ্ছে, এবার উন্নয়ন।