পাওয়া যত সব বুকেতে গোছানো। যা বড্ড দরকারে।
দেওয়া যত সব জেনেছি তোমার লাগে না ব্যবহারে।
মন যদি চায় পুড়িয়ে দাও।  
মন যদি চায়– বিলিয়ে দাও।
নয় যদি চায়; ঝুলিয়ে দাও
বদ্ধ কোনো ঘরে। বৃষ্টির দিনে মেঘলা কোনো ভোরে–
আঁধার যখন ঘনিয়ে আসবে ঝিঁঝি পোকার স্বরে  
একটিবার, তখন অতীত প্রেম শেষটিবার খুলে দেখো তারে।