ভালোবাসি, এ কথাটি বহুবার বলা,
বলতে বলতে তাতে শুকিয়েছি গলা।
তবু সে শোনেনি। পাথরের মতো–
নীরব , নিঠুর হয়ে ছিলো অবিরত।
বুক চিরে দেখা বার সাহস সে কই!
প্রমাণে ব্যর্থ তাই। আর যত সই–
তারাও শোনেনি কেউ। কেটেছে একেলা;
বৃথা এ ভালোবাসা ভালোবাসি খেলা।


বহুযুগ কেটে গেলো এমনি করে,
কখনো ছুটলাম গাঁ, তো কখনো শহরে।
পাশে ছিলো দুটো বট, ছিলো না তা মনে,
মনে সে'ই আপসোস, গোধূলি ক্ষণে...


'ভালোবাসি ভালোবাসি–, একবার'ও যে
এ কথাটি হয়নি বলা; বাবা'কে, মা'কে'!